ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে ২৮০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত: ০৭:৩৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু ওজন স্কেলের সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে এ গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
 
এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বঙ্গবন্ধু সেতুমুখী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এসময় ওজন স্কেলের সামনে একটি ট্রাককে থামানোর সঙ্কেত দিলে ট্রাক থামিয়ে ড্রাইভার, হেলপার ও তাদের একজন সহযোগী পালিয়ে যায়।

পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১২ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন ২৮০ কেজি। এর আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। এটা আন্তঃজেলা মাদক পাচার চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস