ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুক্তিযোদ্ধার উপর হামলাকারী ৫ আসামি কারাগারে

প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের উপর হামলা মামলার ৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টায় ৫নং আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেয়া আক্তার সুমি এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, আসামি জি এম শহীদুল­াহ, জি এম মোস্তফা, মো. সেতু, মো. সজীব ও রেদোয়ান হাইকোর্টের জামিনে ছিলেন। আজ নিন্ম আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

তবে গজারিয়া থানা পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলেও তা নামঞ্জুর করে দেন আদালত।
 
সহকারী এটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খাঁন রাষ্ট্র পক্ষের আইনজীবী হিসেবে মামলার শুনানি করেন।

উল্লে­খ্য, মাদক বিক্রয়ে বাঁধা প্রদানে ২০১৬ সালের ২৮ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টার দিকে গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর গ্রামে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত রফিকুল ইসলাম কমান্ডারকে (৬৫) মাদক ব্যবসায়ীরা কুপিয়ে গুরুতর জখম করে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/আরআইপি

আরও পড়ুন