চাঁদাবাজির মামলায় যুবলীগ সভাপতিসহ গ্রেফতার ২
প্রতীকী
পাবনার চাটমোহরে বড়াল নদের ওপর বোঁথড় ঘাটে নির্মাণাধীন ব্রিজের ঠিকাদারের দায়ের করা চাঁদাবাজির মামলায় উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে পাবনা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যজন হলো, বোঁথড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান শিমুল বিশ্বাস।
মঙ্গলবার দুপুরে চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবীব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা শহরের ট্রাফিক মোড় সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, পাবনার এএসজেডআর (জেভি) নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান বড়াল নদের বোঁথড় ঘাটে ৩ কোটি ১০ লাখ ১ হাজার ২১২ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত ব্রিজটির কাজ পায় গত বছর। ব্রিজ নির্মাণ কাজের শুরু থেকেই বোঁথড় গ্রামবাসীর সঙ্গে ঠিকাদারসহ তার লোকজনের দ্বন্দ্ব শুরু হয়।
ব্রিজ নির্মাণে অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে বোঁথড় গ্রামবাসী দফায় দফায় মিছিল, সভা এবং সাংবাদিক সম্মেলন করে। পরে ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পাবনার নির্বাহী প্রকৌশলী রেজাউল কবির ব্রিজটি পরিদর্শনে আসেন। এসময় চাটমোহর উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার, যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, শহিদুল ইসলাম বিশ্বাসসহ বেশ কয়েকজন ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সাজেদুল ইসলামের ওপর চড়াও হয়। এসময় ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
খবর পয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাতেই ঠিকাদারি প্রতিষ্ঠান পাবনার এএসজেডআর (জেভি)’র স্বত্বাধিকারী মো. জাহিদুল ইসলাম মিঠু বাদী হয়ে চাটমোহর থানায় উপজেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিককে প্রধান আসামি করে নামীয় ৭ এবং অজ্ঞাত ৪ জনের নামে চাটমোহর থানায় চাঁদা বাজির মামলা দায়ের করেন।
এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না