বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রহরী নিহত
বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৩২) নামে এক প্রহরী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস বগুড়ার শিবগঞ্জ উপজেলার পঞ্চদাস বাসা এলাকার ইউনুস আলীর ছেলে।
শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের টিএসআই শাহ আলম জানান, শহরের একটি প্রতিষ্ঠানে প্রহরীর দায়িত্ব পালন শেষে কুদ্দুস জহুরুল নগর এলাকার বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পেছন থেকে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) আসলাম আলী জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই প্রহরী নিহত হয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএআর/পিআর