গাইবান্ধায় কয়েদির মৃত্যু
গাইবান্ধা জেলা কারাগারে শাহারুল ইসলাম (২৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহারুল গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. মাসুদুর রহমান জানান, শাহারুল ইসলাম নাশকতা ও সন্ত্রাস দমন আইনে গ্রেফতার হয়ে দুই মাস ধরে জেল হাজতে আছেন। ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শাহারুলের ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেলার।
জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএইচএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের