ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যাত্রীবাহী লঞ্চ থেকে ১৭০০ কেজি জাটকা জব্দ

প্রকাশিত: ১০:০৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

মুন্সিগঞ্জ সদরের ধলেশ্বরী নদী সংলগ্ন নয়াগাও এলাকায় অভিযান চালিয়ে দুইটি লঞ্চ থেকে ১৭০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। পরে এসব জাটকা ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ধলেশ্বরী নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ জব্দ করে পাগলা কোস্টগার্ড। বেলা সাড়ে ১১টার দিকে জব্দকৃত জাটকা স্থানীয় মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

পাগলা কোস্টগার্ড অফিসার আল-হেলাল জানান, মঙ্গলবার রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এমভী গাজী-৪ ও এমভী মর্নিং সান-৫ থেকে ১৭০০ কেজি জাটকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, বুধবার সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদী সংলগ্ন নয়াগাও এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক ফায়েদুজ্জামান উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি