পাকশী রেলওয়ে ব্যবস্থাপকের বিরুদ্ধে বিক্ষোভ
পাবনার ঈশ্বরদী রেলওয়ে পাকশী বিভাগীয় অফিসের সর্বোচ্চ কর্মকর্তা ডিআরএমের অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শ্রমিক লীগ পাকশী শাখার পক্ষ থেকে অফিস এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। পথসভায় বক্তব্য ও বিক্ষোভের নেতৃত্ব দেন, শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এতে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে শ্রমিক লীগ সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।
এর আগে সংগঠনের অফিসে সাধারণ সভায় ইকবাল হায়দারের সভাপতিত্বে শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম, হামিদুল ইসলাম, সাইদুর রহমান, রফিকুল ইসলাম, আবুল হোসেন ও সেন্টু বিশ্বাস বক্তব্য দেন। এতে একই দাবি উত্থাপন করে সকলকে রেলওয়ের স্বার্থে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পাকশীর বিভাগীয় ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, এসব অভিযোগ মিথ্যা। এখানে এমন কোনো দুর্নীতি হয়নি।
আলাউদ্দিন আহমেদ/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না