ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে সাকিব খান (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে পৌরশহরের দাতিয়ারা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত সাকিব জেলার আখাউড়া উপজেলার আজমপুর এলাকার ইয়াছিন মিয়ার ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র।
সাকিবের পরিবারের লোকজন জানায়, দুপুর দেড়টার দিকে সাকিব দাতিয়ারা এলাকার ওয়াপদা পুকুরে বন্ধদের সঙ্গে গোসল করতে নামে। সাকিব ক্রিকেটের বল আনার জন্য পুকুরের মাঝখানে গিয়ে পানিতে ডুবে যায়।
এ সময় সাকিবের বন্ধুরা স্থানীয়দের ডেকে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে পুকুরে জাল ফেলে বিকেল ৫টার দিকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এএম/এমএস