ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাংশায় ‘বন্দুকযুদ্ধে’ সাত মামলার আসামি নিহত

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৩:০১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৭টি হত্যা মামলার আসামি চরমপন্থী দলের সদস্য মো. মোয়াজ্জেম ফকির নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের বনগ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মোয়াজ্জেম পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা গ্রামের মো. আব্দুল মজিদ ফকিরের ছেলে।

পাংশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মোয়াজ্জেমকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারউক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারে সরিষার বনগ্রামের বটতলায় গেলে আগে থেকেই ওৎ পেতে থাকা তার দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে মোয়াজ্জেম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও জানান, মোয়াজ্জেম চরমপন্থী বিপুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলা ও একটি চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা রয়েছে।

রুবেলুর রহমান/এফএ/পিআর

আরও পড়ুন