ভায়রার রডের আঘাতে ভায়রা খুন
ফরিদপুরে স্বামী-স্ত্রীর মারামারি ঠেকাতে গিয়ে ছোট ভায়রার রডের আঘাতে বড় ভায়রা আজাদ শেখ (২৩) নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে শহরের লক্ষ্মীপুরের ৯নং হাবিলী গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাদ একই এলাকার হারুন শেখের ছেলে ও ডেকোরেটর কর্মচারী।
নিহতের চাচা হাবিব শেখ জানান, দুই ভায়রা পাশাপাশি ঘরে বসবাস করত। শনিবার সকালে ছোট ভায়রা বাচ্চু শেখের (২২) পারিবারিক ঝগড়া ঠেকাতে গেলে তার রডের আঘাতে আজাদ শেখ ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থালেই মারা যায়।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নামিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে হাতপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এস এম তরুন/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়