মাকে গলাকেটে হত্যা করল ছেলে
পারিবারিক কলহের জের ধরে ছেলের বিরুদ্ধে মাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জের কাটিয়াদী উপজেলার সহশ্রাম ঢুলদিয়া ইউনিয়নের হাসারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ নিহতের ছেলে ফজলুল হক ফিরোজকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত মা রেহেনা আক্তারের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেহেনা গ্রামের মৃত কালু মিয়ার স্ত্রী।
এলাকাবাসী জানায়, শনিবার সকালে অনেক বেলা হলেও ঘরের দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা দরজা খুলে রেহেনা আক্তারের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় নিহতের ছেলেকে আটক করে পুলিশ।
কটিয়াদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, ছেলে তার মাকে গলা কেটে খুন করেছে।
এএম/আরআইপি