ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাথরঘাটায় ৪৬ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০১:২১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের অপরাধে বরগুনার পাথরঘাটা থেকে ১৩ ট্রলারসহ ৫০ জেলেকে আটকের পর ৪৬ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বিকেলে পাথরঘাটা উপজেলা ভূমি কর্মকর্তা মো. ইকবাল হোসেন এ দণ্ডাদেশ দেন।

এর আগে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে পাথরঘাটা উপজেলার বিষখালী ও বলেশ্বর নদীর বিভিন্ন স্থান থেকে ১৩ ট্রলারসহ ৫০ জেলেকে আটক করে পাথঘাটা নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ মণ ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, দেলোয়ার হোসেন (৫২), বাচ্চু মিয়া (৪৮), আনোয়ার হোসেন হাওলাদার (৫০), কবির হোসেন (২৩), আবুল কাশেম (৪৫), হাবিবুর রহমনি (৪০), আরিফ (৩০), ইসমাইল হোসেন (২৫), সোহাগ খান (৩৫), আল আমিন (২৫), বেল্লাল হোসেন (৩০), জয়নাল আবেদীন (৪০), মনির খান (৩৫), নবী হোসেন (২৫), আব্দুর রহিম (৩০), দুলাল খান (৪০), খলিলুর রহমান (৪০), মনির হোসেন (৩০), মনির হাওলাদার (৩৫), শাহআলম (৫০), আল আমিন হাওলাদার (২২), আবুল বাসার সর্দার (৫০), নুর আলম (৩৫), নাসির উদ্দিন (৪০), বেলায়েত কাজী (৩৬), ছগির হোসেন (৩৮), ছগির মিয়া (২৩)।

আবদুল বারেক (২৮), মিজানুর রহমান (৩০), মনির হাওলাদার (৩০), জাফর সরদার (৫০), মিজানুর রহমান (২২), সাইফুল ইসলাম (২৫), মো. সোহেল (৩৮), মিজানুর রহমান (৩০), জাহাংগীর হোসেন (৪০), ইমাদুল হক (৩৫), আবু হানিফ (৪০), বশির হাওলাদার (৩২), আবদুল খালেক খান (৩৫), রিপন হাওলাদার (৩৮), ইউসুফ আলী (৩০), শাহজাহান আকন (৫০), ইউসুফ সরদার (৩৫), দুলাল হাওলাদার (৪০) ও আল আমিন (৩০)। তাদের বাড়ি পাথরঘাটা সদর ও চরদুয়ানী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

আটক ৫০ জেলের মধ্যে ৪৬ জেলেকে ১৫ দিন করে জেল দেয়া হলেও বেলাল ফকির (৪৫), আক্কাস খান (১৭), মামুন (১৭) ও আবু তালেবকে (২২) শারীরিকভাবে অসুস্থ ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বেকসুর খালাশ দেয়া হয়েছে।

এছাড়াও জব্দকৃত তিন লাখ ৩২ হাজার টাকার জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং আটক ১৩টি ট্রলার প্রকাশ্য নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া প্রায় ৮০ মণ ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা পঁচে যাওয়ায় মাটির নিচে পুঁতে ফেলা হয়।

পাথরঘাটা উপজেলার ভূমি কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকার করা চরম অপরাধ। এ কারণে ৪৬ জেলেকে ১৫ দিন করে জেল, ১৩টি ট্রলার প্রকাশ্য নিলামে বিক্রি এবং তিন লাখ ৩২ হাজার টাকার জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/আরআইপি