ফরিদপুরে ‘উঠোন’ পত্রিকার প্রকাশনা উৎসব
ছনপাতার ছাউনির এক ব্যতিক্রম মঞ্চে আনন্দঘন পরিবেশে ফরিদপুরে মাসিক সাহিত্য পত্রিকা ‘উঠোন’ এর প্রকাশনা উৎসব হয়েছে। শনিবার শহরের কমলাপুরে রাইট ট্র্যাক স্কুল চত্বরে পত্রিকাটির মোড়ক উন্মেচন করেন বিশিষ্টজনেরা।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন, উঠোনের সম্পাদক মফিজ ইমাম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, সাংবাদিক পান্না বালা, ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূসরাত জাহান, অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী, সংগঠক রেজাউল করিম মৃধা ও সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সম্পাদক মফিজ ইমাম মিলন বলেন, বৃহত্তর ফরিদপুরের সাহিত্য অঙ্গনের ছয় কীর্তিমান সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন কবির, জসীম উদদীন, নরেন্দ্র নাথ মিত্র, আ ন ম বজলুর রশীদ ও আবু ইসহাকে এই পত্রিকা উৎসর্গ করা হয়েছে।
প্রকাশনা অনুষ্ঠান স্থলে এই ছয় ব্যক্তি, পত্রিকার ত্রিশজন লেখকের ছবি, মুক্তিযুদ্ধবিষয়ক, ভাষা আন্দোলনসহ নানা ছবির প্রদর্শন করা হয়।
এস. এম. তরুন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়