মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহারের দাবি শ্রমিকদের
ঠাকুরগাঁওয়ে মটর মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহারের দাবিতে ট্রাক মালিক সমিতি এবং ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে বিক্ষোভ মিছিলটি ঠাকুরগাঁও-পঞ্চগড় রোড হয়ে বাস টার্মিনাল সংলগ্ন মোটর মালিক অফিসের সামনে ঘুরে পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া প্রামাণিক, জেলা থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা, জেলা ইজিবাইক ও অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা ট্রাক ট্যাংক-লড়ি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জয়নুদ্দিন, সাধারণ সম্পাদক মো. ভুট্টুসহ শ্রমিক নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে মোটর মালিক সমিতির ডাকা ধর্মঘট তুলে নেয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের কিছু শ্রমিক রয়েছে যাদের একদিন বাস না চললে বাড়িতে চুলা জ্বলে না। অথচ মটর মালিক সমিতি তাদের ও জনগণকে জিম্মি করে এ ধর্মঘটের ডাক দিয়েছে।
উল্লেখ্য, টোল আদায়কে কেন্দ্র করে গত বুধবার রাতে ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক এবং বাস মালিক ও শ্রমিকদের পাল্টাপাল্টি সংঘর্ষে দু’পক্ষের অফিস ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে ওইদিন রাতে জেলা মটর পরিবহন মালিক সমিতির কার্যালয়ে বাস মালিক ও শ্রমিকদের যৌথ সভা থেকে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয় জেলা মটর পরিবহন মালিক সমিতি ও মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
রবিউল এহসান রিপন/এফএ/এমএস