ফরিদপুরে পাসপোর্ট সামগ্রীসহ দালাল আটক
প্রতীকী ছবি
ফরিদপুর শহরের গোল্ড সিটি মার্কেটে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের এক দালালকে আটক করেছে র্যাব-৮। এসময় বিভিন্ন ব্যক্তির নামে তৈরি করা পাসপোর্ট, আবেদন ফরমসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক দালালের নাম উজ্জ্বল কুমার দাস। সে শহরের গোরগোপাল এলাকার বাসিন্দা ও উজ্জ্বল ট্রেডার্সের মালিক।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মার্কেটের উজ্জ্বল ট্রেডার্সে অভিযান চালিয়ে ২৬টি পাসপোর্ট, ৬৪ আবেদন ফরম পাঁচটি পরিচয়পত্র, একটি সিল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এসময় দোকানের মালিক উজ্জ্বল কুমার দাসকেও আটক করা হয়। দীর্ঘদিন ধরে উজ্জ্বল অবৈধ পন্থায় পাসপোর্টের দালালি করছিল বলে তিনি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন আরো জানান, আটক দালালকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. পারভেজ মল্লিকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি ৫২ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
এস এম তরুন/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়