পাবনায় পৃথক ঘটনায় দুই খুন
পাবনায় পৃথক ঘটনায় এক কিশোর ও এক গৃহবধূ খুন হয়েছেন। রোববার জেলার আতাইকুলা ও আটঘরিয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এর মধ্যে আতাইকুলা থানার কেষ্টপুর গ্রামে জহুরুল ইসলাম (১৫) নামের এক কিশোর দুবৃর্ত্তদের হাতে খুন হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে একটি গমের খেত থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কিশোর কেষ্টপুর গ্রামের নুরুল ইসলাম ওরফে বটো নামের এক পাটনির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোর জহুরুল ইসলাম তার বাবার সাথে কেষ্টপুর- গনেশপুর খেয়া ঘাটে পাটনির কাজসহ অন্যের বাড়িতে কাজ করত। শনিবার বিকেল থেকে জহুরুল নিখোঁজ ছিল। তার বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি।
রোববার দুপুরে কেষ্টপুর গ্রামের কয়েকজন কৃষক খেতে কাজ করতে গেলে একটি গমের খেতে ওই কিশোরের মৃতদেহ দেখতে পান। পরে খবর দেয়া হলে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আাতইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতের ঘাড়ে ধারাল অস্ত্রের কোপ রয়েছে। খুনের কারণ এখনও জানা যায়নি। তবে পারিবারিক শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান হয়েছে বলে ওসি জানান।
বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
অপরদিকে, আটঘরিয়া উপজেলার একদন্ত পশ্চিমপাড়া গ্রামে আঁখি খাতুন (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। চাহিদামত যৌতুক না পেয়ে রোববার সকালে পাষণ্ড স্বামী জায়দুল তার স্ত্রীকে হত্যা করেন।
আঁখি বেড়া উপজেলার আমিনপুর থানার আব্দুল হালিম শেখের মেয়ে।
নিহত গৃহবধূ আঁখির ভাই আব্দুল মালেক জানান, তিনমাস আগে জায়দুলের সঙ্গে তার বোনের বিয়ে হয়। এরপর থেকেই জায়দুল একটি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আঁখিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। রোববার সকালে এ বিষয় নিয়ে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হলে জায়দুল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে আঁখিকে হত্যা করে বলে দাবি মালেকের।
আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আঁখির মরদেহ উদ্ধার করেছে। তার আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আঁখির মা রুনি খাতুন রোববার দুপুরে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে ওসি জানান।
ওসি আরো জানান, ঘটনার পর জায়দুল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
একে জামান/আরএআার/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না