পীর বদলের জেরে দেওয়ানবাগীর ভক্ত খুন!
পীর বদলের জেরেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আবদুল হালিম (৩৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেয় হয় বলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঘাতক ইদ্রিস মিয়া রোববার ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানিয়েছেন।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পীর বদল নিয়ে মতবিরোধের জেরেই ইদ্রিস মিয়া আবদুল হালিমকে কোদাল ও ছেনি দিয়ে গলাকেটে হত্যা করেন। হত্যার পর মরদেহ কেউ যেন শনাক্ত করতে না পারে সেজন্য আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় বলে ইদ্রিস তার জবানবন্দিতে উল্লেখ করেছেন।
জবানবন্দির সূত্র ধরে পুলিশ জানায়, ঢাকায় থাকার সুবাদে ইটভাটার শ্রমিক আব্দুল হালিমের সঙ্গে ইদ্রিস মিয়ার পরিচয় হয়। আব্দুল হালিম ছিলেন দেওয়ানবাগী পীরের ভক্ত।
অন্যদিকে ইদ্রিস মিয়া আব্দুল মান্নান নামে অন্য এক পীরের ভক্ত। বছর খানেক আগে আব্দুল হালিমের কথামতো দেওয়ানবাগী পীরের ভক্ত হন ইদ্রিস মিয়া। তবে পীর বদলানোর পর থেকেই ইদ্রিস মিয়ার মধ্যে অস্বস্তি কাজ করতে থাকে। এ নিয়ে ইদ্রিস মিয়া ও আব্দুল হালিমের মধ্যে মতবিরোধ হয়।
মাজার জিয়ারতের নাম করে ইদ্রিস মিয়া গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় আবদুল হালিমকে আখাউড়ায় নিয়ে এসে স্থানীয় তিতন শাহ্ মাজার এলাকায় একটি ঘর ভাড়া করেন। ওই দিন রাতেই ইদ্রিস মিয়া প্রথমে আব্দুল হালিমের মাথায় আঘাত করে এবং পরে কোদাল ও ছেনি দিয়ে তার গলাকেটে হত্যা করে। এরপর কেউ যেন পরিচয় জানতে না পারে সেজন্য আবদুল হালিমের শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি আখাউড়া পৌর এলাকার টানপাড়া এলাকার তিতন শাহ্ মাজার সংলগ্ন হিরণ মিয়ার বাড়ির একটি ঘর থেকে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহানিয়া গ্রামের এনতাজ মিয়ার ছেলে আব্দুল হালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুল হালিমের গলা অর্ধেক কাটা ও মাথার পিছন দিকে আঘাত এবং আগুনে শরীর ঝলসানো ছিল। এ ঘটনায় পুলিশ নেত্রকোনার বারহাট্টার মো. ইদ্রিস মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করে।
আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ২ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ৩ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৪ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৫ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী