বাসচাপায় প্রাণ গেল দাখিল পরীক্ষার্থীর
বগুড়া কাহালুতে পরীক্ষা দিতে গিয়ে বাসচাপায় হাফিজুর রহমান (১৬) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকালে রানীহাট-দেওগ্রাম সড়কের মালঞ্চা বোলধর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর উপজেলার ডোমার গ্রামের হামেদ আলীর ছেলে ও শাজাহানপুর উপজেলার শাবরুল মাদরাসার ছাত্র।
কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে হাফিজুর বাড়ি থেকে স্থানীয় দাখিল পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। এসময় কাহালুর মালঞ্চা বোলধর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাফিজুরের মৃত্যু হয়।
আরএআর/আরআইপি