শিশুকে ধর্ষণ চেষ্টা : লক্ষ্মীপুরে যুবক গ্রেফতার
লক্ষ্মীপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সতীশ চন্দ্র দাস নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে রোববার রাতে পৌর শহরের শাখারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সতীশ একই এলাকার শ্যাম সুন্দর দাসের ছেলে ও এক সন্তানের জনক।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার আচারের লোভ দেখিয়ে সতীশ পাশের একটি ঘরে নিয়ে জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় রোববার বিকেলে ওই শিশুর মা বাদী হয়ে সতীশকে অভিযুক্ত করে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেফতার করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কাজল কায়েস/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের