বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত
ব্রাহ্মণবাড়িয়া বাসের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকলে পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুটিচৌমুহনীগামী একটি যাত্রীবাহী বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক অটোরিকশা যাত্রী মারা যান। এ ঘটনায় আহত অপর তিন যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ২ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ৩ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৪ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৫ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী