সমঝোতা ছাড়াই ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সমঝোতা ছাড়াই পাঁচদিন পর ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা মোটর মালিক সমিতি। সোমবার রাত ৯টায় পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
প্রত্যাহারের পরেই ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। এতে বিভিন্ন কাউন্টারের উপচে পড়া ভিড় দেখা গেছে।
উল্লেখ্য, টোল আদায় নিয়ে দ্বন্দ্বের জেরে গত বুধবার টোল আদায় ঘর ভাঙচুরের পর বৃহস্পতিবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ের সব সড়কপথে যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জেলা মোটর মালিক সমিতি। উভয়পক্ষের সঙ্গে স্থানীয় প্রশাসক দফায় দফায় বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি।
দীর্ঘ পাঁচ দিন পরে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সভায় মোটর শ্রমিক ও সাধারণ যাত্রীদের কথা ভেবে ট্রাক শ্রমিকদের সঙ্গে সমঝোতা ছাড়াই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে মোটর মালিক সমিত জানিয়েছে।
রবিউল এহসান রিপন/এআরএ/পিআর