মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে সোহেল রানা (২৬) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘাটুরাস্থ ‘প্রত্যাশা’ মাদক নিরাময় কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোহেল সদর উপজলার বুধল ইউনিয়নর ৫নং ওয়ার্ড যুবলীগর সাধারণ ছিলেন বলে জানা গেছে। তিনি বুধল ইউনিয়নর ছাতিয়াইন গ্রামের এলেম মিয়ার ছেলে।
তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করলেও মাদক নিরাময় কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, তিনি আত্মহত্যা করছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না তারা।
বুধল ইউনিয়ন পরিষদর সদস্য ও সোহেলের চাচাতো ভাই ফরিদ মিয়া জানান, গত রোববার দুপুর থেকে সোহেল সদর উপজলার সুহিলপুর ইউনিয়নর ঘাটুরা এলাকার ’প্রত্যাশা’ নাম একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন। সোমবার সন্ধ্যার পর তারা জানতে পারেন সোহেল মারা গেছেন। তবে তাদের ধারণা সোহেলকে হত্যা করা হয়েছে।
তবে মাদক নিরাময় কেন্দ্রের অন্যতম পরিচালনকারী মো. জামাল হত্যার অভিযাগ অস্বীকার করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদি হাসান জানান, মাদক নিরাময় কেন্দ্রের বিছানায় শোয়া অবস্থায় সোহেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ২ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ৩ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৪ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৫ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী