ভাতিজার মৃত্যুর খবরে চাচার মৃত্যু
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ট্রলিচালক আব্দুল মাজেদ (৩৫)। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদরের মাছখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ভাতিজার মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে আসার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান চাচা স্কুল শিক্ষক আতাউর রহমান।
নিহত আব্দুল মাজেদ মাছখোলা গ্রামের কওসার আলীর ছেলে। চাচা আতাউর রহমান মাছখোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম