ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারীসহ ৭ ভুয়া সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ১১:০০ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে অর্থ আদায়ের সময় নারীসহ ৭ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার রাতে উপজেলার হিলোচিয়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের বহনকারী একটি সাদা মাইক্রোসহ তাদের কাছ থেকে একটি ভিডিও ক্যামেরা, ৭টি মোবাইল ও ৭টি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

এছাড়া পুলিশ জানায়, তাদের কাছ থেকে সাংবাদিকতার অন্যান্য উপকরণ জব্দ করা হয়। সাংবাদিক পরিচয় দেয়া এসব প্রতারকদল নিজেদের ‘ক্রাইম রিপোর্ট টোয়েন্টিফোর’ নামে একটি সংবাদ মাধ্যমের পরিচয় দিয়ে প্রতারণা করছিল বলেও জানায় পুলিশ।

গ্রেফতাররা হলেন, ক্রাইম রিপোর্ট টোয়েন্টিফোর-এর সম্পাদক দাবিদার ঢাকার যাত্রাবাড়ীর কাজলারপাড় গ্রামের আব্দুস সামাদের ছেলে বাদশা দেওয়ান (২৭), তার সহযোগী বরিশাল জেলার উজিড়পুর থানার জহরপাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. রেজাউল (২৭), ডেমরা থানার ডগাইর বাজারের মো. আব্দুর রবের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৪), চাঁদপুর জেলার বিষ্ণপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে মো. আলামিন (২৬), ঝালকাটির বড় একশেরাপাড়া গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান (২২), কুমিল্লা জেলার তিতাশ থানার শাহাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মাহবুব হোসেন সুমন (২৮) ও মৌলভীবাজার জেলার ইসলামপুর গ্রামের জিতু মিয়ার মেয়ে প্রিয়া আক্তার শিউলি (১৯)।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত জানান, ঢাকা থেকে গ্রেফতারকৃতরা এসে বাজিতপুরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করছিল।

সোমাবার সন্ধ্যার পর হিলোচিয়া বাজারে গিয়ে তারা প্রতারণার চেষ্টা করলে বাজারের ব্যবসায়ীদের সন্দেহ হয়। স্থানীয়রা মাইক্রোসহ প্রতারকদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাজিতপুর থানা পুলিশের এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।

মঙ্গলবার গ্রেফতারদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান ওসি।

নূর মোহাম্মদ/এএম/জেআইএম