ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেফতার

প্রকাশিত: ১১:২৩ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার শহরের হাজীপাড়ায় নিজ বাসা থেকে পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

পুলিশ জানান, জেলা জামায়াতের আমির আব্দুল হাকিম শহরের হাজীপাড়ায় নিজ বাসায় নাশকতার পরিকল্পনার জন্য বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, আব্দুল হাকিম কয়েকজন কর্মী মিলে নাশকতার ছক করছিল। এমন সংবাদে তাকে হাজীপাড়ার বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জানুয়ারি নির্বাচন পরবর্তী নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

রবিউল এহসান রিপন/এমএএস/জেআইএম