ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে বড় ভাইয়ের হাতে তিন সহোদর খুন

প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

নরসিংদীর মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চল আলোকাবালীতে এক বড় ভাইয়ের হাতে তার তিন সহোদর খুন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- আলোকবালীর পূর্বপাড়া গ্রামের আবু কালাম মিয়ার ছেলে ইয়াসিন (১০), মেয়ে মরিয়ম (৭) ও মাহিয়া (৫)। এছাড়া ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আতিকুর নামে আরেক সন্তান। ঘটনার পর গা-ঢাকা দিয়েছে ঘাতক ভাই রুবেল।

পুলিশ সূত্র জানায়, পারিবারিক বিরোধের জের ধরে রুবেল মিয়া তার ছোট ভাই ইয়াসিন, ছোট বোন মরিয়ম ও মাহিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে। এতে বাধা দিতে এলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে কুপিয়ে আহত করে।

nnr
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সালাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও পরিষ্কার নয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

সঞ্জিত সাহা/বিএ