ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এমপি লিটনের বোনের গাড়িতে হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর গাড়িতে হামলার ঘটনায় সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসলাম সামুসহ ছাত্রলীগের সাত নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে আফরোজা বারীর মেজ মেয়ে আবদুল্লাহ নাহীদ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে করতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল ইসাম সামু, ছাত্রলীগ নেতা আজম, মাইদুল, নুরুন্নবী, বাবুল, সুবজ ও সুমনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে আফরোজা বারী তার মেয়ে, জামাই ও নাতিকে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে গাড়িতে করে রওনা দেন। পথে সুন্দরগঞ্জ উপজেলার বিএডিসি অফিসের সামনে ছাত্রলীগের মিছিল থেকে মামলার আসামিরা বের হয়ে লাঠি ও ধারালো অস্ত্র ব্যবহার করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়িটি ভাঙচুর করে। এসময় গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। তবে গাড়িতে থাকা মেয়ে-জামাই ও নাতির কোনো ক্ষতি হয়নি।

আফরোজা বারী বলেন, গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। আমাদের হত্যার উদ্দেশ্যেই গাড়িতে হামলা চালিয়েছিল তারা।

আরএআর/পিআর

আরও পড়ুন