আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। এতে করে বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিলো। তবে বুধবার সকাল থেকে পুনরায় পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ২ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ৩ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৪ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৫ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী