ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাদের খানের বাসায় ফের তল্লাশি

প্রকাশিত: ১০:৪৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৭

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. কর্নেল (অব.) আবদুল কাদের খানের বগুড়া শহরে রহমান নগরের বাসভবনে দ্বিতীয় দফা তল্লাশি করা হয়েছে। এ সময় বাসা থেকে একটি মাইক্রোবাস, দুটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন ও সিসিটিভির ডিভিআর জব্দ করা হয়।

মঙ্গলবার রাত ১২টা থেকে রাত সাড়ে ৪টা পর্যন্ত এই তল্লাশি চালানো হয়। বুধবারও সেখানে ৪-৫ জন পুলিশকে অবস্থান করতে দেখা যায়।

তার বাড়ির নিচে গরীব শাহ ক্লিনিকের কর্মকর্তা মোহাম্মদ ওয়াহেদ আলী জানান, রাত ১২টায় গাইবান্ধার সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমানসহ ৮-১০জন ক্লিনিকে এসে তল্লাশি চালানোর কথা বলে।

এ সময় স্যারের স্ত্রী ডা. নাসিমা বেগম তাদেরকে তল্লাশি কাজে সহযোগিতা করেন। ক্লিনিক কাম বাসা চতুর্থ তলায় স্যারের বেডরুমসহ অন্য একটি রুমে তল্লাশি চালানো হয়। রাত সাড়ে ৪টা পর্যন্ত এই তল্লাশি চলে।

তল্লাশি শেষে ডা. নাসিমা বেগমের মোবাইল ফোনসহ ক্লিনিকে স্টাফ নূরী, রোবেজা, শেফালীর মোবাইল ফোন তারা নিয়ে যায়। এছাড়া দু’টি ল্যাপটপ এবং সিসি ক্যামেরার ডিভিআরসহ হার্ডডিক্স নিয়ে যায়।

তারা দুই একদিনের মধ্যে মোবাইল ফোন ফিরে দেয়ার কথা বলে। একই সঙ্গে তল্লাশি শেষে তারা স্যারের মাইক্রোবাসটিও নিয়ে যায়।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় ডা. কাদের খানকে গ্রেফতারের পর প্রথম দফার তল্লাশি শেষে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার রেজিনুর রহমান সাংবাদিকদের জানান, তার বাড়িতে তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের তিনি জানিয়েছেন, আর তল্লাশি করা হবে না।

লিমন বাসার/এএম/আরআইপি