ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মদন উপজেলা চেয়ারম্যান হারেছ মারা গেছেন

প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নেত্রকোণার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এম এ হারেছ  বুধবার রাত পৌনে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মদন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কুদ্দুছ জাগো নিউজকে জানান, রাত পৌনে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে এম এ হারেছকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা। হাসপাতালে আনার আগেই মারা যান তিনি। এ কারণে তাকে কোনো রকম চিকিৎসা দেয়া সম্ভব হয়নি।

রাত ১২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় উপজেলা সদরের জাহাঙ্গীরপুর এলাকার নিজ বাসভবনে। এম এ হারেছের বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দুই স্ত্রী, পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ গুণগ্রাহীরা তার মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী জানান, বৃহস্পতিবার দলের সাবেক এই সভাপতির জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এম এ হারেছের মৃত্যুতে শোক জানিয়েছেন, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোরশেদ শাহরিয়ার, সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান, পৌর মেয়র আবদুল হান্নান তালুকদার শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক আবুল বাশার খান একলাছ, উপজেলা বিএনপির সভাপতি এন আলম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

কামাল হোসাইন/এএম/আরআইপি