ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডাকাতের গুলিতে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

নোয়াখালীতে ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমান হোসেন (৩২)।

বুধবার রাত আড়াইটায় একদল ডাকাত তার বাড়িতে ঢুকে। টের পেয়ে ডাকাতদের বাধা দিলে তারা এলোপাতাড়ি ২০-৩০টি শটগানের গুলি ছোড়ে। এতে বেশ কয়েকটি গুলি আরমানের পেটে বিদ্ধ হয়।

আহতাবস্থায় তাকে প্রথমে নোয়াখালী সদর হাসাপতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ আরমান দুর্গাপুর গ্রামের নূর আলমের ছেলে।

সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ডাকাতির সময় বাড়ির আরও বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএম/আরআইপি