ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে প্রথম নিবন্ধন কর্মশালা শুরু

প্রকাশিত: ০৭:৪০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সুষ্ঠু, নির্ভুল, গতিশীল ও ব্যবহারবান্ধব করণের উদ্দেশ্যে শরীয়তপুরে প্রথম কর্মশালা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) শেখ মুজিবুর রহমান এনডিপি।

এ সময় সচিব বলেন, ২০১৬ সাল পর্যন্ত জন্ম নিবন্ধিত জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার ৯ দশমিক ৮ ভাগ। ২০১৭ সাল পর্যন্ত অনলাইনে জন্ম তথ্য ১৫ কোটি ৪০ লাখেরও বেশি হবে। সংখ্যার দিক দিয়ে এতো বিপুল পরিমাণ ডাটাবেজ আর নেই।

এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মাহমুদ, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমতুল্লাহ প্রমুখ।

মো. ছগির হোসেন/এএম/আরআইপি