ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মা নদীতে বন্দুকধারীর গুলিতে আহত ৪

প্রকাশিত: ০৭:৫০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের কালিতলা পদ্মা নদী এলাকায় মুখোশপরা একদল বন্দুকধারীর গুলিতে চার ট্রলার শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের কালিতলা পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গুলিতে অাহত শ্রমিকদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অাহত শ্রমিকরা হলেন, পাবনা জেলার কুদ্দুস প্রামাণিক, রতন প্রামাণিক, আব্দুল প্রামাণিক ও কাজলা ।

ট্রলার শ্রমিকরা জানায় , বৃহস্পতিবার দুপুরে পাবনা থেকে ট্রলারটি নিয়ে ৮-১০ জনের শ্রমিক দল রাজবাড়ী আসছিলেন।  

এ সময় রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের কালিতলা পদ্মা নদী এলাকায় আসলে কালো কাপড় দিয়ে মুখ বাধা বন্দুকধারীরা ট্রলারে গুলি চালায়। এতে ট্রলারে থাকা ৪ শ্রমিক অাহত হয়।

রাজবাড়ী সদর থানা পুলিশের এএসআই বদিআর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে গুলির ঘটনা ঘটে থাকতে পারে। আহত শ্রমিকদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রুবেলুর রহমান/এএম/আরআইপি