ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠক

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

সড়ক পথে পণ্য পরিবহনের দূরত্ব কমাতে বাংলাদেশের সীমানা ব্যবহার করতে চায় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার জয়েন্ট মোভমেন্ট কমিটি। বালুরঘাট-হিলি ও মহেন্দ্রগঞ্জ-মেঘালয় কোড়িডোর বাস্তবায়ন করতে ব্যবসায়ীদের নিয়ে মাঠে নেমেছেন তারা।

বালুরঘাট-হিলি ও মহেন্দ্রগঞ্জ-মেঘালয় কোড়িডোর বাস্তবায়ন কমিটি গত বুধবার সন্ধ্যায় বাংলা হিলি সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে হিলির ব্যাবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

হিলি বন্দর উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি আলহাজ আবুল কাসেম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বালুরঘাট-হিলি ও মহেন্দ্রগঞ্জ-মেঘালয় কোড়িডোর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নব কুমার দাস। হিলি আমদানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশিদ, সাবেক মেয়র ও ট্রাক মালিক গ্রুপের সভাপতি কামাল হোসেন রাজ, সিঅ্যান্ড এয় এজেন্ট অ্যাসোসিয়েশনের সা. সম্পাদক আব্দুর রহমান লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ও অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এমদাদুল হক মিলন/এএম/পিআর