চালকের সাজার প্রতিবাদে ঝিনাইদহে সড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিশুক মুনীর ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচজন নিহত হওয়ার জন্য দায়ী বাসচালক জামির হোসেনের সাজার প্রতিবাদে ঝিনাইদহে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরের দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শ্রমিকেরা। এ সময় রাস্তায় ব্যারিকেড দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ে।
ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর সমাবেশ করে শ্রমিকরা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ।
বক্তারা, অবিলম্বে দণ্ডপ্রাপ্ত চালক জামির হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জমিয়ত নেতার
- ২ বেনাপোল দিয়ে তিনদিনে সাড়ে ৪ হাজার পাসপোর্টধারী যাতায়াত
- ৩ নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের
- ৪ মাদারীপুর থেকে লুণ্ঠিত ৪৬২ গ্যাস সিলিন্ডার আশুলিয়ায় উদ্ধার
- ৫ স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা