ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

টাঙ্গাইল সদর উপজেলার দরুন সারুটিয়া নামক স্থান থেকে  শহিদুল্লাহ (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শহিদুল্লাহ ফেনি জেলার দাগনভুঞা উপজেলার মেহের আলী ভুইয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার দরুন সারুটিয়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে দূরে কোথাও হত্যা করে মরদেহটি ওই স্থানে ফেলে রাখা হয়েছে। তবে সকালে নিহত শহিদুল্লাহ চন্দ্রায় অবস্থান করছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম