ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোরেলগঞ্জে সিমেন্টবোঝাই ট্রলারডুবি

প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

বাগেরহাটের মোরেলগঞ্জে এক হাজার ৩০০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারের মাঝি শহিদুল ইসলাম শেখ (৪৫) আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন।

শুক্রবার ভোরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম  বলেন, কার্গো ট্রলার ‘মা ফতেমা’ মংলার সেনা কল্যাণ সংস্থা থেকে এক হাজার ৩০০ বস্তা সিমেন্ট নিয়ে শরণখোলার দিকে যাচ্ছিল। রাত ১টায় মোরেলগঞ্জে পৌঁছে মাসুম অ্যান্ড ব্রাদার্সের ৭৫ বস্তা সিমেন্ট আনলোড করে ট্রলার মালিক ও শ্রমিকরা ঘুমিয়ে পড়েন।

ভোর ৪টার দিকে ভাটির টানে নদীর পানি কমে যাওয়ায় ঘাটে বাঁধা রশি ছিঁড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো ট্রলারটির অবস্থান নির্ণয় করা যায়নি। তবে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে ওসি জানান।

শওকত বাবু/আরএআর/পিআর