ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

দিনাজপুরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

শুক্রবার বিকেল ৪টায় পুলিশ লাইন্স মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানিক করেন তিনি।

দিনাজপুর পুলিশ সুপার মো. হামিদুল আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপির সহধর্মিণী বেগম শামসুন্নাহার রহমান, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বসির আহমেদ, চৌধুরী মঞ্জুরুল কবির, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে আইজিপি একেএম শহীদুল হক ও তার সহধর্মিণী বেগম শামসুন্নাহার রহমান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এমদাদুল হক মিলন/এআরএ/এমএস