ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশ ধীরে ধীরে স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে

প্রকাশিত: ০২:২০ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে। এটি একটি সন্ত্রাসী দল এমন উক্তির ভিত্তিতে কানাডায় অবস্থানরত বিএনপির এক কর্মীর বসবাসের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে সৃষ্টি শিক্ষা পরিবারের ২ যুগ পূর্তির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হবে এমন স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধীরে ধীরে সেই স্বপ্নের পথেই এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে চলার সূচনাতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপালকে ২০ হাজার টন চাল দিয়ে সহযোগিতা করেছে বাংলাদেশ। ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে দেশের প্রবৃদ্ধি। বর্তমানে দেশের প্রবৃদ্ধি ৭.১ থেকে বৃদ্ধি পেয়ে ৮`এ উন্নীত হওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলন আর স্বাধীনতার চিন্তা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালে ছাত্রলীগ গঠন করেছিলেন। পরবর্তীতে সেই সংগঠনই ৫২’র ভাষা আন্দোলন ও ৭১’র স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা ও দেশ স্বাধীন করেছিল।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার প্রতি দেশের মানুষের আগ্রহ বেড়েছে। এটি একটি ভালো লক্ষণ। প্রাচুর্য আর অর্থ থাকলেই মানুষ বড় হয় না, মানুষ বড় হয় বিদ্যা আর বুদ্ধি দিয়ে। শিক্ষার্থীদের মনোযোগের সঙ্গে শিক্ষা অর্জনের পাশাপাশি সৃজনশীল হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল পৌরসভার মেয়ার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন প্রমুখ।

আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস