ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির পরিদর্শনে সোমনাথ হালদার
ব্রাহ্মণবাড়িয়া শহরের শ্রী শ্রী দক্ষিণ কালীমন্দির পরিদর্শন করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।
শনিবার দুপুরে তিনি কালীমন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সম্প্রতি অস্ত্রধারী দুর্বৃত্ত কর্তৃক মন্দিরে হামলা ও দখলের পাঁয়তারার বিষয়টি লোকজন সোমনাথ হালদারকে জানালে তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোমনাথ হালদার বলেন, কালীমন্দিরের হামলার ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই ব্যবস্থা নেবে। একসঙ্গে বসবাস করলে সমস্যা হতেই পারে, এ ব্যাপারে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
এসময় ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলর শাহ মো. শরীফ, কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ ভট্টাচার্য প্রমুখ।
শ্রী শ্রী দক্ষিণ কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রিয়তোষ ভট্টাচার্য সাংবাদিকদের জানান, গত ১০ ফেব্রুয়ারি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরের দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম তার কয়েকজন সহযোগী প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মন্দিরে এসে হামলা চালায়। এসময় তারা মন্দিরের পূর্ব দিকের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেয় এবং মন্দিরের অফিস কক্ষ দখলে নিতে পিস্তল দিয়ে গুলি করতে উদ্যত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মন্দিরের পক্ষ থেকে দায়ের করা মামলার প্রধান আসামি সফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার বাকি আসামিরা এখনো গ্রেফতার না হওয়ায় শঙ্কা প্রকাশ করেন তিনি।
আজিজুল সঞ্চয়/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ২ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ৩ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৪ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৫ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী