ভারতে ১৭ মাস কারাভোগ শেষে ফিরলেন ৫ বাংলাদেশি
অবৈধভাবে প্রবেশের দায়ে ১৭ মাস করে সাজাভোগ শেষে ৫ বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারত। শনিবার বেলা ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
ভারত হিলি ইমিগ্রেশন ওসি নাজির হোসেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় বিজিবি-বিএসফ এর কর্মকর্তরা উপস্থিত ছিলেন। পরে তাদের অভিভাবকদের তুলে দেয়া হয়।
ফেরত আসা কিশোররা হলো, ঠাকুরগাও জেলা হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের আজিজুল হকের ছেলে মশিউর রহমান (১৬), মৃত গুল মোহাম্মদের ছেলে আফসার হোসেন (১৭), ইফনুছ আলীর ছেলে বাদল রানা ( ১৪), আমিরুল ইসলামের ছেলের মামুন হোসেন (১৫) ও যাদুরানী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাগর রানা (১৫)।
হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, ২০১৫ সালের সেপ্টম্বর মাসে হরিপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এসব যুবক। তখন সেদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয় তারা। এরপর ১৭ মাস তারা ভারতের পুনড় শিশু কল্যাণ কেন্দ্রে আটক ছিল। আজ তাদের মুক্তি দিয়ে হস্তান্তর করা হয়।
এমদাদুল হক মিলন/এএম/জেআইএম