ভাইয়ের আঘাতে ভাই নিহত
প্রতীকী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. রুবেল মিয়া (৩২) নামে এক যুবক তার সৎ ভাইয়ের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে হামলার শিকার রুবেল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত রুবেল উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের সৎ মা জরিনা বেগম ও সৎ ভাই জহিরুল ইসলামকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে অটোরিকশা কেনা ও বাড়িতে হাঁস খাওয়া নিয়ে রুবেল মিয়ার সঙ্গে তার সৎ মা ও ভাইয়ের মধ্যে ঝগড়া হয়।
এক পর্যায়ে সৎ ভাই তাকে মাথার পেছনে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রুবেল। পরে তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সৎ মা ও ভাইকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ মামলা দেয়নি।
আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পদত্যাগ করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করলেন ৪ বিএনপি নেতা
- ২ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ৩ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৪ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৫ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী