ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে পিকআপের ধাক্কায় দুজনের মৃত্যু

প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

পটুয়াখালীতে মাছভর্তি পিকআপের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার শরীফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামের সাইফুল (৮) ও খালা আলেয়া বেগম (৫০)।

পুলিশ জানায়, কুয়াকাটা থেকে ঢাকাগামী (ঢাকা-মেট্রো-ণ-১১-৬৬১৯) মাছভর্তি পিকআপ শরীফবাড়ি স্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন থেকে দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক পিকআপটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এআরএ/জেআইএম