ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা-কেশবপুর মোড়ে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাইল সরদার কুমিরা গ্রামের আফতাব সরদারের ছেলে।

স্থানীয় গিয়াসউদ্দীন জানান, ইসরাইল সরদার সিঙ্গাপুরে থাকতেন। গত ৬ মাস আগে ছুটিতে বাড়ি আসেন। আগামীকাল সোমবার পুনরায় সিঙ্গাপুর ফিরে যাওয়ার কথা। মটরসাইকেলে চড়ে আত্মীয়দের বাড়িতে ফিরে যাওয়ার বিষয়টি জানাতে বের হলে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আকরামুল ইসলাম/এফএ/আরআইপি