ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে ২শ কেজি জাটকা জব্দ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:০৮ এএম, ০৭ এপ্রিল ২০১৫

চাঁদপুর লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে দুইশ কেজি জাটকা মাছ আটক করেছে কোস্টগার্ড।

সোমবার রাতে জেলার এখলাছপুরে পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি শরীয়তপুর-৩, এমভি পূবালী ও এমভি মর্নিংসান’ থেকে এগুলো আটক করা হয়েছে। এছাড়া একই সময় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি রাসেল-১’ থেকে দেড়শ কেজি ইলিশও আটক করা হয়েছে।

কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান জাগোনিউজকে জানান, জব্দকৃত জাটকা ও ইলিশগুলো এতিমখানা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়। যার আনুমানিক মূল এক লক্ষ ৫০ হাজার টাকা।

এসএইচএ/এমএএস/আরআই