বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২
দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এসময় ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
রোববার দুপুর ১টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের লক্ষ্মীপুর বাজারে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পশুরাম (৫৫) উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত কুমদ চন্দ্রের ছেলে ও হেলপার শাহ আলম (২৫)।
আহদের ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকর্মীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম হাবিব জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বাস (বগুড়া জ-০৪-০০৫) ফুলবাড়ীর লক্ষ্মীপুরের মহেশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় বেশ কয়েকজন আহত হন।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর