বরগুনায় অশ্লীল নৃত্য ও জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ
কৃষি ও কুটির শিল্প এবং আনন্দ মেলার অন্তরালে অশ্লীল নৃত্য, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বরগুনা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার সকাল ১১টায় বরগুনা শহরে মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন, বরগুনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তৌহিদ মোল্লা, বরগুনা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান টিটু, জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার হাদী, অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু ও গোলাম কিবরিয়া পিন্টু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বরগুনায় বিভিন্ন সময় শিল্প ও বাণিজ্য মেলার অন্তরালে যাত্রা, অশ্লীল নৃত্য ও জুয়ার আয়োজন করে প্রভাবশালীরা। এর প্রভাবে বিপদগামী হয় বরগুনার কিশোর ও যুকবসহ স্থানীয়রা। সেই সঙ্গে চরম অবনতি হয় বরগুনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির। জুয়ায় নিঃস্ব হয়ে পড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাই এবছর কৃষি ও কুটির শিল্প এবং আনন্দ মেলার অন্তরালে অশ্লীল নৃত্য, জুয়া ও অসামাজিক কার্যকলাপ আয়োজন বন্ধের দাবি জানান তারা।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/জেআইএম