সাতক্ষীরায় বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৯
সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২০ কর্মীসহ ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির ২ ও জামায়াত-শিবিরের ১৮ কর্মী রয়েছেন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এসএইচএ/এমএএস/আরআই