ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাজীপুরে ঝড়ে নৌকাডুবি : আরও ২ জনের লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও ২ জনের লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি হলেন, বগুড়া জেলার গাবতলী উপজেলার রানীরহাট গ্রামের মোজাফফর হোসেনের ছেলে মাছ ব্যবসায়ী মাসুদ আহমেদ (৩২)। উদ্ধার হওয়া অপরজনের পরিচয় জানা যায়নি।

এর আগে নৌকা ডুবির পরদিন রোববার মোজাম্মেল হকের লাশ উদ্ধার করা হয়।  তার বাড়ি কাজীপুরের খাসরাজবাড়ি ইউনিয়নের পীরগাছা গ্রামে।

গত শনিবার সন্ধ্যায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে স্থানীয় নাটুয়ার পাড়া থেকে খাসরাজবাড়িগামী যাওয়ার পথে ২০-২৫ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। সবাই সাঁতরে তীরে উঠলেও ৩ থেকে ৪ জন যাত্রী নিখোঁজ থাকে।

তবে প্রশাসন নিখোঁজের সঠিক সংখ্যা জানাতে পারেনি। এদিকে মঙ্গলবার উদ্ধার হওয়া দুই জনসহ এ পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হলো।

কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে মেঘাই এলাকায় যমুনা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

এমএএস/আরআই