ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজ এলাকায় যাচ্ছেন সিইসি নুরুল হুদা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:১১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ও গলাচিপা পৌরসভা নির্বাচন সামনে রেখে নিজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সেখানে তিনি বরিশাল-পটুয়াখালী সংশ্লিষ্ট কয়েকটি এলাকায় গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এছাড়া সিইসি কে এম নুরুল হুদার সফর সূচিতে রয়েছে, ২৮ ফেব্রুয়ারি ৭টায় লঞ্চযোগে বরিশাল লঞ্চঘাটে উপস্থিত হবেন তিনি। সকাল সাড়ে ৭টায় গাড়িযোগে বরিশাল লঞ্চঘাট থেকে বরিশাল সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন।

৬ মার্চ অনুষ্ঠেয় বানারীপাড়া ও গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের কক্ষে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে বৈঠক করবেন।

এদিন দুপুরে বরিশাল সার্কিট হাউস থেকে পটুয়াখালী সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। বেলা দেড়টায়  পটুয়াখালী সার্কিট হাউসে উপস্থিত হবেন তিনি।

৬ মার্চ বিকেলে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা ও গলাচিপা পৌরসভা নির্বাচন নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈঠকে যোগ দেবেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/পিআর